বরিশাল-খুলনায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে: ইসি আহসান হাবিব

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আহসান হাবিব খান। ছবি: সংগৃহীত

বরিশাল ও খুলনায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

আজ সোমবার রাজধানী ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

আহসান হাবিব খান বলেন, 'বরিশাল ও খুলনায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং সকাল থেকেই ভোটারদের সমাগম আছে।'

তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশনের উদ্যোগ ভোটারদের ভোটকেন্দ্রে আসতে আশ্বস্ত ও অনুপ্রাণিত করেছে।'

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ সব কমিশনাররা সিসিটিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ সব কমিশনাররা রাজধানীর ইসি কার্যালয় থেকে সিসিটিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

আহসান হাবিব বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছে কমিশনের পর্যবেক্ষক দল। ভোটাররা কোনো বাধা ছাড়াই ভোটকেন্দ্রে আসছেন।

'কোনো প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ তোলেননি', বলেন তিনি।

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

1h ago