সুড়ঙ্গ দেখার সময় পপকর্ন খাওয়ার কথাও ভুলে যাবেন: তমা মীর্জা
দীর্ঘ বিরতির পর ঢালিউডের অভিনেত্রী তমা মীর্জার নতুন সিনেমা এবারের ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে। রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ' সিনেমায় প্রথমবারের মতো তমা মীর্জা ও আফরান নিশো জুটি বেঁধেছেন।
ইতোমধ্যে মুক্তি পাওয়া সিনেমাটির টিজার ও ফার্স্টলুক দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।
আজ রোববার দুপুরে দ্য ডেইলি স্টারকে তমা মীর্জা বলেন, 'সুড়ঙ্গ সিনেমার জন্য অনেক দিন ধরে নতুন কোনো কাজ করছি না। আগস্ট কিংবা সেপ্টেম্বরের আগে নতুন কাজে ফিরব না। আপাতত শুধু সুড়ঙ্গ নিয়ে থাকতে চাই।'
তিনি বলেন, 'এর আগে কোনো সিনেমার জন্য এত লম্বা সময় দেইনি। অনেক যত্ন নিয়ে সিনেমাটির শুটিং করেছি। অপেক্ষায় আছি সুড়ঙ্গ মুক্তির।'
সিনেমাটি সম্পর্কে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা বলেন, 'সুড়ঙ্গ প্রেম ও বিচ্ছেদের সিনেমা। একইসঙ্গে এটি থ্রিলার সিনেমা।'
দর্শকদের উদ্দেশে তিনি বলেন, 'দর্শকরা টান টান উত্তেজনা নিয়ে সিনেমাটি দেখবেন। সুড়ঙ্গ দেখার সময় দর্শকরা পপকর্ন খাওয়ার কথা ভুলে যাবেন। কারণ, এই সিনেমায় এত এত কিছু আছে যে পপকর্ন খাওয়ার বা কথা বলার কোনো সুযোগ পাবেন না দর্শকরা।'
সিনেমার গল্প প্রসঙ্গে তমা মীর্জা বলেন, 'খুব শক্তিশালী গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। আমাদের দর্শকরা সিনেমার ক্ষেত্রে যেমন গল্প পছন্দ করেন, তা এখানে পাবেন।'
সম্প্রতি প্রকাশ পাওয়া সিনেমাটির টিজার ও ফার্স্টলুক কেমন সাড়া পাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, 'ভীষণ ভালো সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। সুড়ঙ্গ ঈদের সিনেমা। এই সিনেমা অবশ্যই সবাইকে হলমুখি করবে।'
সুড়ঙ্গ সিনেমায় একটি আইটেম গানে দেখা যাবে নুসরাত ফারিয়াকেও। তমা মীর্জার ভাষ্য, 'শুধু এটাই না, আরও অনেক চমক আছে সুড়ঙ্গ সিনেমায়। মুক্তির পর হলে বসে দেখতে হবে চমকগুলো।'
সিনেমাটি মুক্তির পর কী কী করবেন, সেগুলো নিয়ে নানা পরিকল্পনা সাজিয়েছেন তমা মীর্জা। তিনি বলেন, 'দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সিনেমার প্রচারের জন্য অনেকগুলো সিনেমা হলে যাব। সব পরিকল্পনা করে ফেলেছি।'
Comments