জামালপুরে গোয়েন্দা সদস্যের ওপর হামলা, আটক ৫

স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির সমাবেশ চলার সময় গোয়েন্দা সংস্থার এক সদস্যের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগের ৫ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুর রশীদের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে আরামনগর বাজার এলাকায় উপজেলা বিএনপির সমাবেশ চলছিল। বাজারের পূর্বপাশে জি কে প্লাজার সামনে আওয়ামী লীগ নেতা আবদুর রশীদের সমর্থকরা অবস্থান নেন। সমাবেশের খবর নিতে একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সেখানে যাচ্ছিলেন। জি কে প্লাজা পার হওয়ার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, গোয়েন্দা সংস্থার ওই সদস্য তার মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। জি কে প্লাজার সামনে তার মোটরসাইকেলটি থামানো হয়। একপর্যায়ে আবদুর রশীদের ৮-১০ জন সমর্থক তাকে মারধর করেন।

ঘটনার ব্যাপারে জানতে আওয়ামী লীগ নেতা আবদুর রশীদের মোবাইল ফোনে বিভিন্ন সময় কল করেও বন্ধ পাওয়া যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, গোয়েন্দা সংস্থার সদস্যের ওপর হামলার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Domestic tourism heats up this winter

The local tourism industry was suffering from apprehension over the loss of business amid a long recession stemming from mass unrest, which began in July

1h ago