ঈদে আসছেন বুবলি

শবনম বুবলি। ছবি: সংগৃহীত

শবনম বুবলি অভিনীত 'ক্যাসিনো' সিনেমার টিজার আজ বৃহস্পতিবার রাত ৮টায় প্রকাশিত হবে।

সৈকত নাসির পরিচালিত সিনেমাটি আসছে ঈদে মুক্তির তালিকায় রয়েছে। সিনেমাটিতে শবনম বুবলির বিপরীতে আছে নিরব হোসেন।

এরই মধ্যে ঘোষণা এসেছে, আগামী ঈদে বুবলি অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত 'প্রহেলিকা' সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাতে বুবলি অর্পা চরিত্রে অভিনয় করেছেন।

শবনম বুবলি। ছবি: সংগৃহীত

গত ঈদে মুক্তি পেয়েছিল তার ২টি সিনেমা তপু খান পরিচালিত 'লিডার: আমিই বাংলাদেশ' ও সাইফ চন্দন পরিচালিত 'লোকাল'। সিনেমা ২টির মধ্যে শাকিব খানের 'লিডার: আমিই বাংলাদেশ'বেশ ভালো ব্যবসা করেছে।

শবনম বুবলি। ছবি: সংগৃহীত

শবনম বুবলি বলেন, 'আমার অভিনীত ঈদের সিনেমার মধ্য ''প্রহেলিকা''র টিম ছিল খুবই আন্তরিক। তারা আমাকে অনেক সহযোগিতা করেছে। যখন সিনেমাটির শুটিং ছিল সেই সময়টায় ব্যক্তিজীবন নিয়ে একটু হতাশার মাঝে ছিলাম। তারা আমাকে চরিত্রের মধ্যেই থাকতে সহযোগিতা করেছেন। যে কারণে আমিও অর্পা চরিত্রটি ফুটিয়ে তুলতে শতভাগ চেষ্টা করেছি। আমার অভিনীত আরেকটি সিনেমা ``ক্যাসিনো'' আসছে ঈদে মুক্তি পাবে। আমার বিশ্বাস এই সিনেমাটিও দর্শকদের মন জয় করবে।'

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago