সিডনিতে প্রহেলিকার দর্শক দেখে মুগ্ধ মাহফুজ আহমেদ

মাহফুজ আহমেদ। ছবি: শেখ মেহেদী মোরশেদ

৯০ দশকের অন্যতম দর্শকপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে তার সিনেমা প্রহেলিকা মুক্তি পেয়েছে। দর্শকদের  সঙ্গে তিনি প্রহেলিকা দেখেছেন।

মাহফুজ আহমেদ জানান, খুব ব্যস্ত সময় যাচ্ছে সিডনিতে। হলে হলে যেতে হচ্ছে, প্রেসের মুখোমুখি হতে হচ্ছে। মনে হচ্ছে ঢাকার কোনো হলের দৃশ্য। বিষয়টিতে আপ্লুত তিনি।

মাহফুজ আহমেদ বলেন, 'কোনোদিন ভাবিনি সিডনিতে আমার সিনেমা রিলিজ হবে। অবশেষে প্রহেলিকা এখানে রিলিজ হয়েছে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে অভিনেতা হিসেবে।'

তিনি জানান, সিডনিতে নারী দর্শকরা বেশি এসেছেন প্রহেলিকা দেখতে। সবাই পরিবার নিয়ে মা, দাদীসহ দলবেঁধে এসেছেন।

সিডনিতে প্রথম দিন প্রহেলিকা দেখার অভিজ্ঞতা শেয়ার করে মাহফুজ আহমেদ জানান, এখানে দিনে একটি শোতে বাংলা সিনেমা দেখানো হয়। কিন্ত প্রহেলিকার মাধ্যমে একই দিনে সিডনিতে কোনো বাংলা সিনেমার ৩টি শো হয়েছে। এটা একটা রেকর্ড। দর্শক চাহিদার কথা চিন্তা করেই এটা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মাহফুজ আহমেদ বলেন, 'এখানে এত ভিড় দেখার পর কর্তৃপক্ষ অবাক হয়। এটা আমার জন্য আনন্দের। শো শেষ করে আমি দর্শকদের সঙ্গে কথা বলেছি, ছবি তুলেছি, মতবিনিময় করেছি।'

এক সময়ের দারুণ ব্যস্ত এই অভিনেতা বলেন, 'সিডনিতে বাঙালি কমিউনিটি অনেক। তারা সংস্কৃতিমনা। সেখানে প্রহেলিকার দর্শক দেখে আমি মুগ্ধ। ঢাকার মতো সবাই দলবেঁধে এসেছেন, অবিশ্বাস্য মনে হয়েছে। ঢাকার মতো এখানেও মায়ের বয়সী মানুষরা এসেছেন সিনেমা দেখতে এবং আমার মাথায় ছুঁয়ে আশীর্বাদ করেছেন। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।'

তিনি জানান, স্ত্রীকে নিয়ে সিডনিতে প্রহেলিকা দেখেছেন। সেদিন টিকিট শেষ হয়ে গেছিল। কেউ কেউ সিঁড়িতে বসেও সিনেমা দেখেছেন।

Comments

The Daily Star  | English

Dengue death toll crosses 500-mark

7 die, 629 hospitalised till this morning

54m ago