শাকিবের সঙ্গে এবার ছেলে বীরকে দেখা যাবে যুক্তরাষ্ট্রে, থাকবেন বুবলিও

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ঠিক দুই বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরেছিলেন। ছেলেকে সঙ্গে নিয়ে নিউইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন। সঙ্গে ছিলেন সাবেক স্ত্রী অপু বিশ্বাস।
সফর শেষে দেশে ফিরে শাকিব খান জানিয়েছিলেন, 'আমি চাই আব্রামের মনে থাকুক সুন্দর স্মৃতি। সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একইরকম স্মৃতি উপহার দিতে চাই।'
ঠিক দুই বছর পর সেই ইচ্ছেরই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্য। এবারের যুক্তরাষ্ট্র সফরে কিছু দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন শাকিব খান।
জানা গেছে, চলতি জুলাইয়ের শেষ দিকে ছেলে শেহজাদ বীরকে সঙ্গে নিয়ে নিজের ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তার মা শবনম বুবলি।
এদিকে, গত কিছুদিন ধরে নিউইয়র্কেই আছেন শাকিব খান, দেশে ফিরবেন আগস্টের মাঝামাঝি। এ কারণে কিছুদিন বাবা-ছেলে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয়েছে।
শাকিব খান জানিয়েছেন, 'কাজের ব্যস্ততায় তো সন্তানদের সময় দিতে পারি না। তাই চেষ্টা করব শেহজাদকে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার। সবার কাছে আমি তারকা, কিন্তু আব্রাম আর শেহজাদের কাছে আমি বাবা। আমি চেষ্টা করি, যতটুকু সময় পাই, ওদের জন্য দিতে। ওরা আমার ভালোবাসা, শক্তি আর প্রেরণা।'
শাকিব খান আগস্টের মাঝামাঝি বাংলাদেশে ফিরবেন। শবনম বুবলি দেশে ফিরবেন অক্টোবর মাসে।
Comments