বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

বাড়তি ভেবে নিজেদের উপর চাপ নেবেন না রোহিত

Rohit Sharma
রোহিত শর্মা। ফাইল ছবি

সেই ২০১৩ সাল থেকে আইসিসির কোন ট্রফি জেতে না ভারত। গতবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ফিরতে হয়েছে খালি হাতে। এবার সেই আক্ষেপ ঘোচানোর দারুণ সুযোগ। চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া হলেও রোহিত শর্মা নিজেদের বাড়তি ভাবনায় দিতে চান লাগাম।

ওভালে আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার টেস্টের বিশ্ব সেরা হওয়ার লড়াই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে দুই দল যেভাবে এগিয়ে উঠেছে ফাইনালে, তাতে কাউকেই এগিয়ে বা পিছিয়ে রাখার সুযোগ নেই। খেলা হবে নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের মাঠে। উইকেট, কন্ডিশন থেকেও কেউ পাবে না বাড়তি সুবিধা।

সমান অবস্থায় দাঁড়িয়ে টেস্টের রাজদণ্ডের হাতছানি টের পাচ্ছেন রোহিত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেদের আকুতি আর সতর্কতা একই সঙ্গে জানালেন তিনি,  'আমি যে দায়িত্ব পেয়েছি তা হলো ভারতের ক্রিকেটকে যখনই সুযোগ পাই এক ধাপ সামনে এগিয়ে নেওয়া। যারা খেলবে তাদেরও দায়িত্ব যত বেশি ম্যাচ জেতা, যত বেশি চ্যাম্পিয়নশিপ পারা যায় জেতা। আমার জন্যও তাই। আমি খেলা জিততে চাই, চ্যাম্পিয়নশিপ জিততে চাই। যেটার জন্য আসলে আপনি খেলছেন।'

'একই সঙ্গে বলব আমরা অনেক বেশি ভেবে নিজেদের উপর চাপ বাড়াতে চাই না। সব অধিনায়কের মতই আমিও চাই চ্যাম্পিয়নশিপ জিততে, এখানে কোন ভিন্নতা নেই। সব খেলাতেই যেমনটা হয়ে থাকে। আমার জন্য এক দুইটা টাইটেল জেতা দারুণ ব্যাপার হবে। দেখা যাক কি হয়।'

ইংল্যান্ডের কন্ডিশনে বছরের এই সময়টায় টস হয় গুরুত্বপূর্ণ। আবহাওয়াও খুব নজরে রাখার বিষয়। হালকা মেঘ থাকলেও বল মুভ করবে। দুই দলেই আছে ধারালো পেস আক্রমণ। এমনকি দুই দলের স্পিন বিভাগেও আছে অভিজ্ঞতা। ম্যাচ জিততে তাই খণ্ড খণ্ড অনেক লড়াই জেতার প্রয়োজন দেখছেন রোহিত,  'কাল (বুধবার) আরেকটি চ্যালেঞ্জ শুরু হবে। পরের পাঁচদিন খুব চ্যালেঞ্জিং হবে। চ্যাম্পিয়নশিপ জিততে তাই তবে আমরা জানিয়ে এটা জেতা সহজ নয়। অনেক ব্যাপার ঠিকঠাক করতে পারলেই কেবল জেতা যাবে।'

এই ফাইনালে ভারতের ট্রাম্পকার্ড হতে পারেন তরুণ ওপেনার শুভমান গিল। আইপিএলে দুর্দান্ত ছন্দ দেখিয়ে সর্বোচ্চ রান করা এই ওপেনার টেস্টেও ভারতের শুরুটা করে দিতে পারেন দুর্ধর্ষ। গিলকেও তার নিজের মত রেখেই সেরাটা বের করে আনতে চান ভারত অধিনায়ক, 'সে যেভাবে ব্যাট করছে আমার মনে হয় না তার কোন পরামর্শ দরকার। কেবল প্রস্তুতির ব্যাপার। আইপিএল থেকে ফিরে ৫-৬ দিন ধরে সে প্রস্তুত হচ্ছে। এই কন্ডিশনে সে আগেও খেলেছে। গিল এমন একজন যে ব্যাট করতে পছন্দ করে।'

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

23m ago