টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত

rohit sharma lyon
ফাইল ছবি: টুইটার

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন, এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা দিলেন রোহিত শর্মা। সামাজিক  যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ভারতের অধিনায়ক রোহিত জানান, তিনি ওয়ানডে চালিয়ে যাবেন।

রোহিত লিখেছেন, 'আমি জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য পরম সম্মানের ছিল। গত বছরগুলোতে আপনাদের সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করা চালিয়ে যাব।'

আইপিএলের পর পরই ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। তার আগেই রোহিত সরে দাঁড়ালেন। এখন ভারতকে সাদা পোশাকে বেছে নিতে হবে নতুন অধিনায়ক। 

অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় সর্বশেষ টেস্ট সিরিজে রোহিতের সময়টা কেটেছে হতাশার। ব্যাট হাতে তিনি ছিলেন বিবর্ণ। ভারতও সিরিজ হারে ৩-১ ব্যবধানে। রোহিতের জায়গা ওই সিরিজ থেকেই হয়ে যায় প্রশ্নবিদ্ধ। 

২০১৩ সালে টেস্ট অভিষেকের পর ভারতের হয়ে ৬৭ টেস্ট খেলেছেন রোহিত, অধিনায়কত্ব করেছেন ২৪ টেস্টে। এই সংস্করণে ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান করেছেন রোহিত, তার ব্যাট থেকে ১২ সেঞ্চুরি আর ১৮ ফিফটি এসেছে টেস্টে।

২০১৩ সালে টেস্ট অভিষেক হলেও ২০১০ সালেই এই সংস্করণ শুরুর কথা ছিলো তার। নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে ছিলেন, একাদশেও তার নাম ছিলো। কিন্তু টসের আগে আচমকা চোটে ছিটকে যান। 

টেস্টে রোহিত শুরুতে খেলেছেন মিডল অর্ডারে, সেখানে ছিলেন গড়পড়তা। ২০১৯ সালে তিনি নামেন ওপেনিংয়ে। এরপর তার টেস্ট ব্যাটিং পায় ভিন্ন মাত্রা। নিজের খেলাও বিকশিত করে ভীষণ প্রভাব বিস্তারি ব্যাটার হয়ে উঠেন সাদা পোশাকেও। 

ব্যাট করার জন্য কঠিন উইকেটেও আগ্রাসী ইনিংস খেলে ম্যাচের ভাগ্য গড়ে দিতেন রোহিত। এই সময়ে বহু স্মরণীয় ইনিংসের জন্ম দেন ডানহাতি এই ব্যাটার। 
 

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

3h ago