নানারূপে নিশো

সুড়ঙ্গ সিনেমায় নিশো। ছবি: সংগৃহীত

আগামী ঈদে মুক্তি পেতে যাওয়া 'সুড়ঙ্গ' সিনেমার ফোরটেস্ট টিজার প্রকাশ পেয়েছে। আজ সোমবার বিকেলে প্রকাশ করা ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে নানারূপে দেখা দিয়েছেন আফরান নিশো।

সংলাপবিহীন টিজারটিতে কখনো ইলেকট্রিশিয়ান, কখনো কয়েদি, কখনো আবার প্রেমিক রূপে দেখা গেছে নিশোকে।

ফার্স্ট লুক টিজারের পর নতুন এই ফোরটেস্ট টিজারের মাধ্যমে গল্প আর চরিত্রের শ্বাসরুদ্ধকর পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা। আগামী ২৫ জুন উন্মুক্ত হবে সিনেমাটির ট্রেলার।

সুড়ঙ্গ সিনেমায় নিশো। ছবি: সংগৃহীত

সিনেমাটি চলতি সপ্তাহে সেন্সরের জন্য জমা দেওয়া হবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান।

সিনেমায় আফরান নিশো ছাড়া আরও অভিনয় করেছেন তমা মির্জা। এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

Comments