ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেস সম্মাননা পেলেন যবিপ্রবি শিক্ষক ফিরোজ কবীর

সম্মাননাপ্রাপ্তদের সঙ্গে ডা. ফিরোজ কবীর। ছবি: সংগৃহীত

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য বৈশ্বিক ফিজিওথেরাপি সংস্থা ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেসের সম্মাননা পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফিরোজ কবীর।

সম্প্রতি আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেস ২০২৩ এ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

চিকিৎসাসেবায় অবদানের জন্য সিআরপির প্রতিষ্ঠাতা ব্রিটিশ-বাংলাদেশি ড. ভেলরি টেইলরকেও সম্মাননা দেওয়া হয়েছে এ বছর।

ফিজিওথেরাপিতে বাংলাদেশ প্রথমবারের মতো এ ধরনের আন্তর্জাতিক পুরস্কার পেল।

প্রতি ৩ বছর পরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিজিওথেরাপি শিক্ষা, চিকিৎসা ও গবেষণাক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দিয়ে থাকে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেস।

দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২-৪ জুন পর্যন্ত চলে এবারের কংগ্রেস। এতে অংশ নেন শিক্ষক, গবেষক ও ক্লিনিক্যাল স্পেশালিস্টসহ বিশ্বের ৫ হাজার ফিজিওথেরাপিস্ট। 

বাংলাদেশ থেকে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. কে এম এমরান হোসেন, ডা. সনজিত কুমার চক্রবর্তী ও ডা. শাহাদৎ হোসেন। বাংলাদেশের ফিজিওথেরাপি শিক্ষা, গবেষণা ও সেবার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন ডা. মো. জাহিদ হোসেন।

Comments

The Daily Star  | English
India visa restrictions for Bangladeshi patients

A wake-up call for Bangladesh to reform its healthcare

India’s visa restrictions on Bangladeshi nationals, while initially perceived as a barrier, could serve as a wake-up call for Bangladesh to strengthen its healthcare system and regain the confidence of its patients.

12h ago