নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় সিটি করপোরেশনের নির্মাণাধীন পদ্ম সিটি প্লাজা-২ ভবনে কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিক মারা গেছেন৷
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে৷
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা৷
পুলিশ জানায়, মৃত শ্রমিকের নাম মো. আশাদুল ইসলাম (১৯)৷ রংপুরের মতিউর রহমানের ছেলে তিনি। নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন৷
আশাদুলের সহকর্মী আল-আমিন বলেন, সিটি করপোরেশনের নির্মাণাধীন ১৪ তলা বিশিষ্ট ভবনটির চতুর্থ তলায় মাচা বাঁধার কাজ করছিলেন তারা৷ মাচা বেঁধে নিচে নামার সময় পা পিছলে নিচে পড়ে যান আশাদুল। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, 'ময়নাতদন্তের পর বিকেলে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে৷'
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'সিটি করপোরেশনের মালিকানাধীন ১৪ তলা বিশিষ্ট ভবনটির নির্মাণকাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান রত্না এন্টারপ্রাইজ৷ খোঁজ নিয়ে জেনেছি, নিরাপত্তার জন্য বেল্ট পরা ছিলেন শ্রমিকরা৷ ঘটনার সময় বেল্ট খুলে নাশতা খেতে নিচে নামতে যাচ্ছিলেন ওই শ্রমিক৷ তখন পা পিছলে নিচে পড়ে যান৷ এটি একটি দুর্ঘটনা৷'
এ বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠান রত্না এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি৷
Comments