ভোটের ফলাফল মেনে নিয়েছি, বিজয়ীকে অভিনন্দন: আজমত উল্লা

আজমত উল্লাহ
আজমত উল্লাহ খান। ফাইল ফটো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান বলেছেন, তিনি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন।

নির্বাচনে জয়ী স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

গতকাল অনুষ্ঠিত নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা আজমত উল্লাহকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় আজ শুক্রবার আজমত উল্লাহ গণমাধ্যমকে বলেন, 'ইভিএমে কিছু সমস্যা ছিল এবং অনেকেই ভোট দিতে পারেননি। তবে, আমি ফলাফল মেনে নিয়েছি এবং বিজয়ীকে অভিনন্দন জানাই।'

তিনি বলেন, 'তবে আমি বলতে চাই ভোটের ফল কারো বিরুদ্ধে গেলে, তারা কি মেনে নিত? এখন তারা বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।'

আজমত উল্লা বলেন, 'পরাজয়ের পর নির্বাচন সুষ্ঠু হয়নি বলার সংস্কৃতি ত্যাগ করতে হবে।'

'আমি যেহেতু একটি দলের প্রার্থী ছিলাম, তাই কিছু বিষয় পর্যালোচনা করে পরে আমার মতামত জানাবো,' বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj until 6pm tomorrow

It will be relaxed for two hours between 12pm and 2pm

6m ago