সত্যিকারের লুমিনের সঙ্গে পরিচয় হয়েছিল: সিয়াম

অন্তর্জাল সিনেমার একটি পোস্টার। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হয়েছে সাইবার থ্রিলার 'অন্তর্জাল'। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এটি তার তৃতীয় ছবি। মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। 

এ সিনেমায় সিয়াম 'লুমিন' চরিত্রে অভিনয় করবেন, যিনি দেশসেরা একজন প্রোগ্রামার। 

আজ শুক্রবার সিনেমার একটি পোস্টার শেয়ার করে সিয়াম জানান দিয়েছেন তার চরিত্রের কথা। 

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'এই চরিত্রটা যখন আমি পাই, তখন সিনেমাটির পরিচালক আমাকে একজন সত্যিকারের লুমিনের সাথে পরিচয় করিয়ে দেয়। আমি সেটা হয়ে ওঠার চেষ্টা করি।'

'আমার-আপনার ফ্রেন্ড সার্কেলে এমন কিছু মানুষ আছে যারা পড়াশোনা শেষ করার পর ভালো সুযোগের আশায় বিদেশে পাড়ি জমায়। লুমিন রাজশাহীর একটা ছেলে। তার আমেরিকা-কানাডায় গিয়ে পড়াশোনা করে সেখানে থাকার সুযোগ ছিল। কিন্তু এটা না করে লুমিন চলে যায় সাঁওতাল পল্লীতে। ছোট বাচ্চাদের প্রোগ্রামিং শিখিয়েছে। আমার মনে হয় এটাই বাংলাদেশ।'

অন্তর্জাল' সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। 

Comments