‘আমরা সবাই ভিনিসিউস’, ভিন্ন আবহে খেলল রিয়াল

for vini
ভিনিসিউসের জার্সি পরে নেমেছিলেন সবাই

বারবার বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিউস জুনিয়রের পাশে আগেই জোরালোভাবে দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছিল তার ক্লাব রিয়াল মাদ্রিদ। এবার রায়ো ভায়কানোর বিপক্ষে ম্যাচে অপূর্ব দৃশ্যে জন্ম দিল তারা।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়কানোকে ২-১ গোলে হারায় রিয়াল। দলের হয়ে গোল পান করিম বেনজেমা আর রদ্রিগো। চোট সমস্যার কারণে এই ম্যাচে ভিনিকে স্কোয়াডে রাখেননি কোচ কার্লো আনচেলেত্তি। তবে না খেলেও প্রবলভাবে ম্যাচ জুড়ে ছিলেন ব্রাজিলিয়ান তারকা।

ভিনির সমর্থনে তার ২০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে যে নেমেছিলেন সব সতীর্থরা।

ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের লাল কার্ড প্রত্যাহার করে নেওয়ায় এই ম্যাচে খেলার সুযোগ ছিল ভিনিসিউসের। কিন্তু চোটের কারণে তাকে বেঞ্চে রাখেন কোচ।

খেলা শুরুর আগে অবশ্য মাঠে প্রবেশ করেন ভিনি। তার সমর্থনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আসা দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া জানান হাত নেড়ে।

এদিন পুরো গ্যালারি ভরপুর ছিলেন ভিনিসিউস। কারো হাতে ছিল 'আমরা সবাই ভিনিসিউস', কেউ বর্ণবাদীদের উদ্দেশে লিখে এনেছেন, 'যথেষ্ট হয়েছে, আর না।'

খেলোয়াড়রাও বহন করেছেন বর্ণবাদ বিরোধী বার্তা, 'বর্ণবাদী, ফুটবল থেকে দূরে সরে যাও।' পুরো গ্যালারিতে সমস্বরে ধ্বনিত হয়, 'ভিনি', 'ভিনি'।

স্প্যানিশ লা লিগায় অনেকদিন ধরেই বর্ণবাদের শিকার হয়ে আসছিলেন ভিনিসিউস। গত শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও চরম বর্ণবাদী আক্রোশের শিকার হন তিনি। এরপর থেকে ভিনির সমর্থনে নামে ফুটবল বিশ্ব।

তার দেশ ব্রাজিলের রিওডি জেনেইরোর বিখ্যাত ভাস্কর্য 'ক্রাইস্ট দা রিডিমার' এক ঘণ্টা অন্ধকারে রেখে প্রতিবাদ জানানো হয়। বার্সেলোনার হয়ে ম্যাচের পর ব্রাজিলিয়ান সতীর্থ রাফিনিয়ায়ো মাঠেই প্রতিবাদ জানান ভিনির সঙ্গে হওয়া আচরণের।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

15h ago