বহদ্দারহাট টার্মিনালে ২ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকবে কাল

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকালে ২ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে দক্ষিণ চট্টগ্রাম রুটের শ্রমিক সংগঠনগুলো।

ফলে কাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কোনো বাস চলবে না।

গণমাধ্যমে পাঠানো আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসার সই করা এক বিবৃতিতে বলা হয়, 'চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে টার্মিনাল সংস্কারের দাবিতে অনেকবার আবেদন জানানো হলেও এতে তারা কর্ণপাত করেনি। তাই বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন।'

মুসা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সেই সময়ে একই দাবিতে বহদ্দারহাট বাস টার্মিনালে মানববন্ধন করব। কর্মসূচি চলাকালীন চট্টগ্রাম ও কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান এবং চট্টগ্রাম শহরের থেকে দক্ষিণ চট্টগ্রামের ৭টি উপজেলা সড়কে বাস ও অন্যান্য গণপরিবহন চলাচল করবে না।'

তিনি আরও বলেন, 'সে সময় যাত্রীদের অসুবিধা ও ভোগান্তির জন্য আমরা দুঃখিত। কিন্তু আমাদের কর্মবিরতি পালন করা ছাড়া কোনো উপায় নেই। বহদ্দারহাট বাস টার্মিনালে বর্ষাকালে হাঁটু পর্যন্ত পানি জমে যানবাহনের মূল্যবান যন্ত্রাংশের ক্ষতি হয়। এতে করে সড়কে দুর্ঘটনা বাড়ছে।' 

'এ বিষয়ে বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কর্তৃপক্ষ টার্মিনালটি সংস্কারের উদ্যোগ নেয়নি। এতে পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে', যোগ করেন তিনি।

চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, 'নিয়মিত ইজারার টাকা আদায় করলেও সিডিএ টার্মিনালে কোনো আলোক ব্যবস্থা ও নিরাপত্তা প্রহরী রাখেনি।'

Comments

The Daily Star  | English

NCP to announce 'July manifesto' on Aug 3: Nahid

Central NCP leaders held a rally in Bogura today as part of their month-long "July March to Build the Nation" rally

12m ago