রাবি অধ্যাপকের বিরুদ্ধে ২ সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ

রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অধ্যাপকের বিরুদ্ধে বিভাগের ২ সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

বিভাগীয় শিক্ষকরা জানান, অধ্যাপক এনামুল হক গত রোববার এক শিক্ষককে যৌন হয়রানি করেন।

পরে মঙ্গলবার বিভাগের আরেক শিক্ষককে উদ্দেশ্য করে এনামুল হক একই আচরণের পুনরাবৃত্তি করলে, সেদিনই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে যৌন হয়রানির অভিযোগ করেন ওই শিক্ষক।

অভিযোগে বলা হয়, অধ্যাপক এনামুল হক কর্মস্থলে সহকর্মীদের যৌন হয়রানি করে নৈতিক স্খলন ঘটিয়েছেন।

পরে ওই বিভাগের ৯ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পৃথক আরেকটি অভিযোগ করেন। অভিযোগে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

অভিযোগের বিষয়ে রাবি উপাচার্যকে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা ও রাবি শাখা  এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।

যোগাযোগ করা হলে অধ্যাপক এনামুল হক তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। 

তিনি ডেইলি স্টারকে বলেন, 'সবারই কিছু না কিছু ভুল থাকে। আমার ভুলগুলো আলোচনার টেবিলে আনা হলে আমি অন্যদের ভুলও তুলে ধরব।'

জানতে চাইলে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগগুলো বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের মতামতের জন্য পাঠানো হয়েছে।'

সব শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, 'আমরা অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিয়েছি এবং লিগ্যাল সেলের মতামতের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

Comments

The Daily Star  | English

Cancer causes 12% of deaths in Bangladesh annually: BSMMU study

The number of new cancer patients recorded in a year was 52.9 per 1,000 people

2h ago