গাজীপুর

আজমত উল্লার নির্বাচনী প্রচারণায় চলচ্চিত্র তারকা নিপুণ-ফেরদৌস

তারকারা টঙ্গী, ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস এবং কোনাবাড়ি এলাকায় নৌকার পক্ষে প্রচারণা চালান। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের পক্ষে ভোট চেয়েছেন চলচ্চিত্র তারকারা। 

প্রচারণায় অংশ নেন চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, নায়িকা মাহিয়া মাহি, জেসমিন এবং কৌতুক অভিনেতা রতন খান।

রোববার বিকেলে মহানগরের টঙ্গী এলাকা থেকে তারা প্রচারণা শুরু করেন।

খোলা গাড়িতে চড়ে তারা টঙ্গী, ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস এবং কোনাবাড়ি এলাকায় নৌকার পক্ষে প্রচারণা চালান।

চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক নায়িকা নিপুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, 'আমাকে এবং ইলিয়াস কাঞ্চন ভাইকে আপনারা সবাই যেভাবে সহযোগিতা করেছেন আজমত উল্লা ভাইকেও নৌকা মার্কায় ভোট দিয়ে সহযোগিতা করবেন।'

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা ও আশপাশের ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে আজমত উল্লা খানের পক্ষে ভোট চান এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

এ সময় ভোটার ও তার ভক্তরা তাকে দেখতে ভিড় জমান। প্রচারণার সময় মাহির স্বামী ব্যবসায়ী রকিব সরকার তার সঙ্গে ছিলেন।

মাহি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন করেছেন। উন্নয়ন অব্যাহত রাখতে তার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করুন।'

কোনাবাড়ী এলাকায় পথসভায় নায়ক ফেরদৌস বলেন, 'রাজধানীর উপকণ্ঠ গাজীপুর নানা কারণে গুরুত্ব বহন করে। এ জেলা শিল্প সমৃদ্ধ হওয়ায় লাখ লাখ মানুষ বসবাস করেন। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা-ভাবনা করেই আপনাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব অ্যাডভোকেট আজমত উল্লা খানকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকার বিষয়ে অভিজ্ঞ এবং ভালো মানুষ। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়।'

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago