জাপানে ‘সমাজের প্রতি দায়বদ্ধতা এবং আমাদের করণীয়’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
প্রবাসে চলমান বিভিন্ন ঘটনাবলী এবং এর প্রতিকার সম্পর্কে জাপানে 'সমাজের প্রতি দায়বদ্ধতা এবং আমাদের করণীয়' শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল 'বাংলাদেশ লেডিস সোসাইটি জাপান'-এর ব্যানারে আয়োজিত ওয়েবিনারে সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।
তনুশ্রী গোলদার বিশ্বাসের সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লেডিস সোসাইটি জাপানের সভানেত্রী জেসমিন সুলতানা ঠাকুর।
এসময় তিনি সংগঠনের আদর্শ, উদ্দেশ্য এবং বিগত দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় সবার সহযোগিতা কামনা করেন।
ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন ওমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, এক্টিনো ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. ইসমেত আরা, কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আশির আহমেদ, বাংলাদেশ লেডিস সোসাইটি জাপানের প্রধান উপদেষ্টা শাহিনা আখতার, উপদেষ্টা মুন্সী রোকেয়া সুলতানা, ফাতেমা রহমান এবং হ্যাপি এরশাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজা আলম।
বাংলাদেশ লেডিস সোসাইটি জাপানের সাধারণ সম্পাদক সুরাইয়া তাসনুভার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে ওয়েবিনার শেষ হয়।
Comments