কান চলচ্চিত্র উৎসবে ‘মা’ সিনেমার প্রদর্শনী আগামীকাল

ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবে অরণ্য আনোয়ার পরিচালিত মা সিনেমার প্রথম প্রদর্শনী হতে যাচ্ছে আগামীকাল। 

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি।

এবারের ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে মার্শে দ্যু ফিল্মের আওতায় পালে দে  ফেস্টিভ্যালে ভবনের পালে ই থিয়েটারে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রিমিয়ার হতে যাচ্ছে মা।

মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার এখন ফ্রান্সে অবস্থান করছেন।

টেলিফোনে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মা সিনেমার পরিচালক হিসেবে এবং একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই গর্ব হচ্ছে। আমাদের দেশের সিনেমার জয় হোক। মা সিনেমার জয় হোক।'

মা সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। তিনি ডেইলি স্টারকে বলেন, 'মা সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে, এ জন্য আমি উচ্ছ্বসিত, আনন্দিত, আবেগাপ্লুত।'

পরীমনি বলেন, 'নিঃসন্দেহে এটা খুশির খবর। খুবই আনন্দ হচ্ছে।'

বাংলাদেশে আজ ১৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল মা সিনেমার। কিন্তু তারিখ পিছিয়ে এটি মুক্তি পাচ্ছে ২৬ মে।

Comments

The Daily Star  | English

Saudi Arabia announces Eid-ul-Azha for June 6

The crescent moon was sighted in the Kingdom this evening

23m ago