কান উৎসবে আরিফিন শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ

আরিফিন শুভ'র সঙ্গে ভারতীয় অভিনেতা নাসিরুদ্দীন শাহ ও পরিচালক শ্যাম বেনেগাল। ছবিটি ভারতে 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার প্রদর্শনীতে তোলা। ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে জীবনে প্রথমবারের মতো হাজির হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

উৎসবে চতুর্থ দিনে নাসিরুদ্দিন শাহ্‌র 'মন্থন' সিনেমাটি প্রদর্শিত হয়েছে 'কান ক্লাসিকে'। চার যুগ আগে এই সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সেটি ছিল নাসিরুদ্দিন শাহ্‌ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র। গুজরাটের দুগ্ধখামারীদের ওপর কর্পোরেট আগ্রাসন ঘিরে বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের ধ্রুপদী এই সিনেমাকে সম্মান জানিয়ে এই বিভাগে ঠাঁই দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

কান উৎসবে যোগ দিয়ে 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমা ও  এ সিনেমায় শুভর অভিনয়ের প্রশংসা করেছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

বাংলাদেশি সাংবাদিকদের নাসিরুদ্দিন শাহ বলেছেন, 'বঙ্গবন্ধু বায়োপিক ছবিটি আমি দেখেছি। খুবই ভালো ছবি। দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের ছবিটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি, মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। আমি ছবিটি উপভোগ করেছি। ছবিটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়।'

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর 'মুজিব : একটি জাতির রূপকার' সিনেমাটি ২০২৩ সালের ১৩ অক্টোবর দেশেজুড়ে মুক্তি পেয়েছে।

Comments

The Daily Star  | English

Need to mobilise youth power for new civilisation: Yunus at COP29

The chief adviser highlighted the fact that the climate crisis is intensifying

1h ago