জামালপুর

নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তারকৃত বিএনপির নেতাকর্মী। ছবি: সংগৃহীত

নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে জামালপুর জেলা থেকে বিএনপির ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর শহরসহ জেলার অন্যান্যস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন—জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সমবায়বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, জামালপুর জেলা শ্রমিক দলের সদস্য মনোয়ার হোসেন মনু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন বাবুল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, রানাগাছা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা সরোয়ার আলম।

আজ শুক্রবার জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির শামীম তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিনা কারণে পুলিশ আমাদের নেতাকর্মীকে হয়রানি করছে। গ্রেপ্তারকৃত সবার নিঃশর্তে মুক্তি চাই ও মিথ্যা মামলা হামলার তীব্র নিন্দা জানাই।'

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ডেইলি স্টারকে বলেন, 'নাশকতার পরিকল্পনাসহ আরও বেশ কয়েকটি মামলায় জেলার কয়েকটি স্থান থেকে বিএনপির ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে সোপর্দ করা হবে।'

Comments

The Daily Star  | English

Avid TikTokers murdered photographer in Hazaribagh for DSLR camera

The alleged killers were TikTok users who frequently created and shared photos and videos on the platform

36m ago