বেনাপোল চেকপোস্টে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ আটক ১

arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

আটককৃত আব্দুস সবুর সাতক্ষীরা জেলার চিংড়াখালি গ্রামের বাসিন্দা।

আজ মঙ্গলবার বিকেলে ভারত থেকে আসার পর বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ভারত থেকে আসা এক যাত্রী অবৈধ মালামাল নিয়ে বেনাপোল ইমিগ্রেশনের সামনে অবস্থান করছেন, এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা সন্দেহভাজন আব্দুস সবুরকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৪৭০টি নকল মোটর ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।'

জব্দ করা নকল ড্রাইভিং লাইসেন্সগুলো বিক্রি করা হতো বলে জানান তিনি।

বিজিবি এ ঘটনায় মামলা করে আটক সবুরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

37m ago