ইউক্রেন সীমান্তের কাছে ২ রুশ যুদ্ধবিমান ও ২ সামরিক হেলিকপ্টার ভূপাতিত
ইউক্রেন সীমান্তের কাছে ২ রুশ যুদ্ধবিমান ও ২ সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার সংবাদ পাওয়া গেছে।
আজ রোববার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রভাবশালী বাণিজ্য সংক্রান্ত সংবাদমাধ্যম 'কমারসান্ত' গতকাল শনিবার এর ওয়েবসাইটে বলেছে, ইউক্রেনের উত্তরপূর্ব সীমান্তের কাছে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে একটি সুখই সু-৩৪ বোমারু বিমান ও একটি সু-৩৫ যুদ্ধবিমান এবং ২টি এমআই-৮ হেলিকপ্টার 'প্রায় একই সময়ে গুলি করে ভূপাতিত' করা হয়েছে।
এতে আরও বলা হয়, 'প্রাথমিক তথ্যে জানা গেছে, যুদ্ধবিমানগুলো ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের সমর্থনে হেলিকপ্টারগুলো যাচ্ছিল।' সেসময় অতর্কিত হামলার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কমারসান্ত'র এই বক্তব্য যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া রাশিয়ার অন্যান্য সামরিক ব্লগেও দেখা গেছে।
গতকাল রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস টুইটারে একটি হেলিকপ্টারে আগুন ধরে যাওয়ার ছবি পোস্ট করে বলে, 'ব্রিয়ানস্ক অঞ্চলে একটি হেলিকপ্টারে আগুন ধরে বিধ্বস্ত হয়। জরুরি সেবা বিভাগের সূত্র তাসকে এ তথ্য জানিয়েছে। ২ জন নিহত হয়েছেন।'
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করতে রাজি হয়নি। ইউক্রেনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
তবে সামাজিক মাধ্যমে ইউক্রেনপন্থিরা জানান, তারা মনে করছেন—৪টি সামরিকযান ধ্বংস হওয়ার বিষয়টি নিছক দুর্ঘটনা নয়।
Comments