ঘূর্ণিঝড় মোখা

রোববারের এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ‘পরিস্থিতি অনুযায়ী’

ছবি: স্টার ফাইল ফটো

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা আগামী রোববার দুপুরের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মোখা অতি তীব্র ঘূর্ণিঝড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, 'মোখা উপকূল অতিক্রম করার সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার থাকতে পারে এবং কেন্দ্রের বাইরে দমকা আকারে বাতাসের গতিবেগ ১৪৫ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে।'

'ঝড়ের কেন্দ্র কক্সবাজারের টেকনাফের দক্ষিণ পাশ দিয়ে অতিক্রম করবে বলে আমরা মনে করছি। যদি গতিপথ পরিবর্তন না হয় তাহলে ঘূর্ণিঝড়ের অন্তত অর্ধেক বডি বাংলাদেশের উপকূলের উপরে থাকবে। ফলে কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার ওপর প্রভাব পড়বে,' বলেন তিনি।

রোববার সকাল ১০টায় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান, মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

এর পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা।

উপকূলীয় এলাকার প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কক্সবাজারের জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত পরশু আমরা একটি বৈঠক করেছি। প্রতিটি প্রতিষ্ঠানকে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সতর্ক করা হয়েছে এবং চিঠিও দেওয়া হয়েছে। আমরা প্রস্তুত আছি, আমাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এসএসসি পরীক্ষা স্থগিত হবে কি না সেই সিদ্ধান্ত নেবে আন্তঃশিক্ষাবোর্ড। কেন্দ্র থেকে এখন পর্যন্ত আমাদের কাছে পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। পরিস্থিতি অনুযায়ী যদি এসএসসি পরীক্ষা স্থগিত করতে হয়, নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা নেব।'

যোগাযোগ করা হলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ডেইলি স্টারকে বলেন, 'পরীক্ষার বিষয়ে আমাদের সিদ্ধান্ত হলো, জেলা প্রশাসনকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। ঝড়ের গতিপথ দেখে উপকূলীয় এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি পরীক্ষা নেওয়ার অনুপযোগী হয়, সে ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।'

'আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে। আমরা পরিস্থিতি অনুযায়ী জানিয়ে দেবো,' বলেন তিনি।

গত ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

34m ago