ক্ষমা চাওয়ার পর অনুশীলনে ফিরলেন মেসি
ক্লাবের অনুমতি ছাড়া সৌদির আরবে গিয়ে বিতর্কের মধ্যে পড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নানামুখী আলোচনার মধ্যে এই নিয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান। দুদিন পর পিএসজির অনুশীলনেও ফিরতে দেখা গেল তাকে।
সোমবার সকালে প্যারিসে মেসি নামেন অনুশীলনে। পরে পিএসজি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করে লিখেছে, 'লিও মেসি আজ সকালে অনুশীলনে ফিরেছেন।'
গত সপ্তাহে পরিবার নিয়ে দুদিনের সফরে সৌদি আরবে যান মেসি। দেশটির তিনি পর্যটনের শুভেচ্ছা দূত। ক্লাবের অনুমতি না নিয়ে যাওয়ায় শুরু হয় বিতর্ক। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম খবর দেয়, এই কাণ্ডে মেসিকে দুই সপ্তাহের জন্য সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও পিএসজি পুরো ঘটনায় আনুষ্ঠানিক কোন বিবৃতিই দেয়নি।
গত শুক্রবার ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে ক্ষমা চান মেসি, 'সত্যি বলতে কি, আমি ভেবেছিলাম ম্যাচের পর সব সময়ের মতো ছুটি থাকবে। সৌদি আরবে এই সফরটা আগে থেকেই ঠিক করা ছিল, পরে সেটা আর বাতিল করতে পারিনি। আগেও আমি এ সফর বাতিল করেছিলাম। যা হয়েছে তার জন্য আমি আরও একবার ক্ষমা চাচ্ছি। এখানে আমি আছি, ক্লাব কি করে তা দেখার অপেক্ষায়।'
মেসি অনুশীলনে ফেরার পর ক্লাবের সঙ্গে তার টানাপড়েনের আপাতত ইতি ধরে নেওয়া যায়। চলতি গ্রীষ্ম মৌসুমের পর পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ফরোয়ার্ডের। এরপর তিনি চাইলে অন্য কোন ক্লাবে যেতে পারেন। গুঞ্জন আছে বার্সেলোনায় পুরনো ঠিকানায় ফিরে যেতে পারেন মেসি। আবার সৌদি আরবের ক্লাব আল-হিলাল থেকেও মোটা অঙ্কের একটা প্রস্তাব আছে তার জন্য, এমনকি পিএসজিতেও করতে পারেন নতুন চুক্তি।
শেষ পর্যন্ত মেসি কোন পথে হাঁটেন দেখার বিষয়। তবে পিএসজির জার্সিতে তাকে আরও কিছু দিন যে দেখা যাবে তা নিশ্চিত হয়ে গেল।
Comments