বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি হুইল চেয়ার ক্রিকেট সিরিজ
বাংলাদেশ-ভারতের মধ্যে টি-টোয়েন্টি হুইল চেয়ার ক্রিকেট সিরিজ শুরু হয়েছে। ডিজেবলড ক্রিকেট কাউন্সিল অব ইন্ডিয়ার আয়োজনে আজ রোববার ভারতীয় সময় দুপুর ১২টায় কলকাতার বিবেকানন্দ পার্ক মাঠে এ সিরিজ শুরু হয়।
প্রথম ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের অধিনায়ক এমদাদুল হক খান। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৪ রান।
বাংলাদেশ দলের প্রতিষ্ঠাতা হেদায়তুল আজিজ মুন্না দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত কয়েকদিন আমাদের খেলোয়াড়রা বেশ ভালো অনুশীলন করেছেন। ২০১৭ সালে অনুষ্ঠিত সিরিজের মতো এবারও আমরা জয়লাভ করব বলে আশা করছি।'
ভারতীয় দলের অধিনায়ক সোমজিৎ সিং জানান, সারাদেশ থেকে তারা খেলোয়াড় সংগ্রহ করেছেন। পরে সেখান থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে টিম গঠন করা হয়। সিরিজ জয়ের ব্যাপারে তারাও বেশ আশাবাদী।
হুইল চেয়ারে বসে ক্রিকেট খেলার কথা জেনে মাঠের বাইরে থাকা অনেক দর্শক অবাক ও আপ্লুত। কলকাতার বাসিন্দারাও বাংলাদেশকে নিয়ে ভালো প্রত্যাশার কথা জানান।
দর্শকের মধ্যে ছিলেন কলকাতার মেদিনীপুর এলাকার অনুকূল মাথুই। তিনি বলেন, 'পা নেই, অথবা শারীরিকভাবে অক্ষম যারা তাদের জীবনটাই অন্যরকম। কিন্তু এরকম একটা জীবন নিয়েও যারা ক্রিকেট খেলছেন তাদের দেখে সত্যিই অবাক হয়েছি। তাদের জন্য শুভকামনা।'
আরেক দর্শক সাধনা রায় বলেন, 'জীবনে প্রথম হুইল চেয়ারে বসে ক্রিকেট খেলতে দেখলাম। শারীরিক অক্ষম মানুষগুলোর মনোবল দেখে ভীষণ অবাক হয়েছি। এই খেলার আয়োজন সক্ষম মানুষদেরও প্রেরণা যোগাবে।'
গত শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় ভারতের কলকাতায় পৌঁছে বাংলাদেশের 'হুইল চেয়ার ক্রিকেট দল'। কলকাতা বিমানবন্দরে দলের ২৫ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। আজসহ ৮ ও ৯ মে কলকাতার স্টেডিয়ামে ভারতের হুইল চেয়ার ক্রিকেট দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে মোট ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ১১ মে রাত সাড়ে ৮টার দিকে তারা একইপথে দেশে ফিরবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ফাউন্ডেশন এ হুইল চেয়ার ক্রিকেট দলটি গঠন করেছে। ৩ টি-টোয়েন্টি ম্যাচের দ্বিপাক্ষিক এই সিরিজে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের সঙ্গে ভারতের দিল্লির হুইল চেয়ার ক্রিকেট দল অংশ নিয়েছে। দুই দলের সদস্যরা কলকাতার নিউ টাউনের নবপ্রজন্ম ক্রীড়াঙ্গনে অবস্থান করছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সারাদেশের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট দল গঠন করে প্রতিবন্ধী হেদায়েতুল আজিজ মুন্না। ২০১৭ সালে এই দল ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিম টি-টোয়েন্টি খেলতে প্রথমবার ভারতে যায়। দেশের বাইরে হুইল চেয়ার ক্রিকেট খেলায় অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিমই ছিল প্রথম দল। ২০১৭ সালের ১১ এপ্রিল ভারতের হুইল চেয়ার ক্রিকেট দলের সঙ্গে খেলে তারা জয়ী হয়।
Comments