আনচেলেত্তির কথায় রিয়াল ছাড়ার আভাস

সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ছবি: এএফপি

রাতে ওসাসুনার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এক মন্তব্যে আলোচনার জন্ম দিয়েছেন কোচ কার্লো আনচেলেত্তি। ৬৩ বছর বয়সী এই কোচ বলছেন, রিয়ালের হয়েই এটাই হতে পারে তার শেষ ফাইনাল। এরপরই তার রিয়াল ছাড়ার গুঞ্জন আরও ডানা মেলেছে।

২০১৪ সালে আনচেলেত্তির অধীনেই সর্বশেষ কোপা দেলরে ট্রফি জিতেছিল রিয়াল। এবার আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে থেকে সংবাদ সম্মেলনে এসে অদ্ভুত সুরে কথা বলেন ইউরোপের অন্যতম সফল কোচ,  'ফাইনাল ম্যাচ বরাবরই রোমাঞ্চকর। যেকোনো ফাইনাল ম্যাচের আগেই আমার মনে হয় এটাই আমার শেষ ফাইনাল। ২০০৩ সালেও মনে হয়েছে। তখন সেটা শেষ ছিল না। আজকের আগেও মনে হচ্ছে, এটাই হতে পারে শেষ ফাইনাল। ম্যাচটা উপভোগ করতে হবে। কারণ এটা বিশেষ ম্যাচ।'

চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ আনচেলেত্তির অধীনে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকলেও স্প্যানিশ লা লিগায় এবার হতাশ করেছে রিয়াল। লা লিগায় সম্প্রতি জিরোনা আর রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান তিনে। ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা থেকে অনেক পিছিয়ে থাকায় লিগ জেতার বাস্তব আশা নেই।

এই অবস্থায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও খুশি নন তার উপর। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, রিয়াল ছেড়ে ব্রাজিলের কোচ হয়ে যেতে পারেন তিনি।

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর তিতে চলে গেলে এখনো স্থায়ী নিয়োগ দেয়নি ব্রাজিল। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)  সভাপতি  এদনালদো রদ্রিগেজ আনচেলেত্তিকে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন কদিন আগে। বিইন স্পোর্টসকে তিনি বলেন, 'মে মাসের মধ্যেই কোচের নাম জানাতে চাই। জুনে ফিফার ম্যাচ আছে। এরমধ্যে স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স লিগও আছে। যেখানেই যাই সবাই আনচেলেত্তিইকে নিয়ে প্রশ্ন করছে। আমরা আমাদের মতই চেষ্টা করছি।'

'আমাদের আগ্রহ আমরা লুকাবো না (আনচেলেত্তিকে নিয়ে)। তার আগ্রহও থাকলে বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা হবে।'

Comments

The Daily Star  | English

Fire service & civil defence: High-risk job, low pay

Despite risking their lives constantly in the line of duty, firefighters are deprived of the pay enjoyed by employees of other departments, an analysis of their organograms shows.

6h ago