হালখাতার টাকা ছিনিয়ে নিতেই পাংশায় গ্রন্থাগারিককে গুলি করে হত্যা: পুলিশ

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজবাড়ীর পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক মিজানুর রহমানকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার কাছ থেকে হালখাতার টাকা ছিনিয়ে নিতেই তাকে গুলি করে মারা হয়।

আজ শুক্রবার রাজবাড়ী পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি এম এম শাকিলুজ্জামান এ তথ্য জানান।

এ ঘটনায় নতুন করে গ্রেপ্তার ৫ জন হলেন পাংশার কলিমোহর ইউনিয়নের হাটবন গ্রামের শাকিবুল হাসান (১৮), আকাশ সরকার (১৯), রামপ্রসাদ সরকার, বিজয় কুমার সরকার (১৯) ও বাদল সরকার (১৯)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি একনলা বন্দুক ও ২টি তাজা গুলিও উদ্ধারের কথাও জানান পুলিশ সুপার।

গত মঙ্গলবার হোসেনডাঙ্গা বাজার থেকে বাড়ির দিকে যাওয়ার পথে মিজানুর রহমানকে ৭-৮ জন মুখোশধারীদের একটি দল গুলি করে হত্যা করে। তারা মিজানুরের মোটরসাইকেলের গতিরোধ করে পরিচয় জিজ্ঞাসা করে। ওই বাজারে মিজানুরের কীটনাশক ও ভূষির ব্যবসা ছিল। সেদিন মিজানুরের দোকানে হালখাতা ছিল।

সংবাদ সম্মেলনে শাকিলুজ্জামান বলেন, 'ছিনতাইকারীরা আগে থেকেই ওৎ পেতে ছিল। মিজানুরের কাছে টাকা না পেয়ে বাদানুবাদে লিপ্ত হয়। এক পর্যায়ে তাকে গুলি করে পালিয়ে যায়। গ্রেপ্তার ৫ জন পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।'

এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত আছেন জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, 'তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। প্রাথমিক জানা গেছে, মূলত হালখাতার টাকা ছিনিয়ে নিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।'

হত্যাকাণ্ডের দিন বিকেলে নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, 'মামলায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে গ্রেপ্তার ব্যক্তির ২ দিনের রিমান্ড শেষ হয়েছে।'

 

Comments