নিখোঁজের ২ দিন পর ভুট্টা খেত থেকে শিশুর মরদেহ উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া বেড়িবাধ ভুট্টা খেত থেকে শিশু আকাশ মোল্লার মরদেহ উদ্ধার করা হয়।
আকাশ সেনগ্রামের নাসির উদ্দিন মোল্লার ছেলে ও সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
আকাশের মামা সূর্য শেখ বলেন, প্রায় ৭ বছর ধরে আকাশরা আমাদের বাড়িতে থাকে। দুই ভাই এক বোনের মধ্যে আকাশ বড়। আকাশের বাবা পেশায় ভ্যানচালক। আকাশ মাঝেমধ্যে তার বাবার ভ্যান চালাত। শনিবার বিকেলে আকাশ তার বাবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত হয়ে গেলেও আকাশ আর বাড়িতে ফিরে আসেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। রোববার বিষয়টি পাংশার বাহাদুরপুর পুলিশ ফাঁড়িকে জানানো হয়। কয়েকটি স্থানের সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করে পুলিশ।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সিসি টিভির ফুটেজ দেখে দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসময় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে তারা। মরদেহ কোথায় লুকিয়ে রেখেছে জানার পর পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের জন্য আসামিদের পরিচয় জানানো যাচ্ছে না বলে জানান ওসি।
Comments