মোটরসাইকেলে রাঙ্গামাটি যাওয়া হলো না ২ বন্ধুর

পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত হয়েছেন। তারা ২ বন্ধু এবং ওই মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে রাঙ্গামাটি যাচ্ছিলেন।

নিহতরা হলেন ঢাকার উত্তর খানে থানার মাদারনবাড়ী এলাকার মো. শুভ (২৬) ও ঢাকার দক্ষিণ খানে থানা এলাকার  মো. মারুফ (২৬)।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা দুজন বন্ধু ছিলেন। তারা ঢাকা থেকে বেড়াতে রাঙ্গামাটি যাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে তারা একটি মোটরসাইকেলে চড়ে রওয়ানা হয়েছিল। তাদের মোটরসাইকেলটি মহিপাল হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দ্রুতগতির মোটরসাইকেলে চড়ে দুই যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা সড়কের ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Khaleda acquitted from Zia Orphanage Trust graft case

Following the judgement, there is no legal bar for Khaleda Zia to contest the general elections

2h ago