শেখ হাসিনার সফর দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে: কাদের

আজ বৃহস্পতিবার সকালে শাহবাগে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর শাহবাগে শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, 'আমি দেখলাম একটি দলের নেতা বলছেন যে, "শেখ হাসিনা কিছুই আনতে পারেননি, খালি হাতে ফিরছেন।" এই সব ছোট মন! মনটা যাদের এত ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের অর্জন মনে করে না, তাদের রাজনীতি করার দরকার নেই। দেশের অর্জন আমাদের সকলের অর্জন, এটা আওয়ামী লীগের অর্জন নয়—এই বাংলাদেশের ১৮ কোটি মানুষের অর্জন।'

তিনি প্রশ্ন রেখে বলেন, 'আজকে এই বিশ্ব সংকটে বাজেট সহযোগিতার জন্য জাপান ৩০ বিলিয়ন ইয়েন (২৫ হাজার কোটি টাকা) দিয়েছে, এটা কি অর্জন নয়? আজকের বিশ্ব সংকটে যখন পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক চলে গিয়েছিল, আমাদেরকে অপবাদ দিয়ে। সেই বিশ্বব্যাংক আজকে তাদের ভুল স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপনে তাকে আমন্ত্রণ করে, প্রধান অতিথি করে, আনুষ্ঠানিকতা করে ২৫ হাজার কোটি টাকা বাংলাদেশের জন্য বাজেট সহায়তা দিয়েছে। এটা কি বাংলাদেশের অর্জন নয়?'

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, 'মনটা ছোট করবেন না। আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশটাকে খাটো করবেন না।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনা নালিশ করতে যায়নি। শেখ হাসিনা দেশকে এই সফরের মধ্য দিয়ে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এটাই হলো বাস্তব। এই বাস্তবতাকে স্বীকার করেন।'

ওবায়দুল কাদের বলেন, 'আমাদের রাজনীতি এখনো বিশুদ্ধ, এখনো হিংসামুক্ত—এ কথা আমরা দাবি করতে পারি না। আমাদের রাজনীতি পজিটিভ ধারার পাশাপাশি নষ্ট ধারাও এখানে বহমান। নষ্ট রাজনীতির জন্য আমাদের সমাজে আজকে গণমানুষের শান্তির জন্য যে সুতীব্র আকাঙ্ক্ষা সেটা পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।'

'রাজনীতি আমরা করব। এই রাজনীতিতে আমরা দলে দলে, জনে জনে শুধু ওয়াল তুলব, ব্রিজ তৈরি করব না; এ রাজনীতির কোনো প্রয়োজন নেই। এখানে রাজনীতিতে ব্রিজ তৈরি করতে হবে। রাজনীতিতে ওয়াল তৈরি করলে এই অলঙ্ঘনীয় ওয়াল আমাদের পারস্পারিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং সব কিছু নস্যাৎ করে দেবে এবং বাংলাদেশের আজকের অবস্থা তেমন হয়েছে,' বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'এই শুভ দিনে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনের সার্থকতা এখানেই যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, হানাহানি-সংঘাত-রক্তপাত চাই না, আমরা সন্ত্রাস চাই না। আমরা আগুন সন্ত্রাস রাজনীতিতে টানতে চাই না। আমরা শান্তি চাই, শান্তির সুবাতাস চাই। সন্ত্রাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরণার সঙ্গে সাংঘর্ষিক, সন্ত্রাস আমাদের চেতনাবিরোধী। এই সন্ত্রাসকে রুখতে হবে; বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবার দায়িত্ব।'

তিনি আরও বলেন, 'আজ আমাদের দেশে রাজনীতির নামে হিংসা-হানাহানি, যে নষ্ট রাজনীতি চলছে এই নষ্ট-অসুস্থ-সন্ত্রাসের-সহিংসতার রাজনীতিকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব।'

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

8h ago