স্মরণ

সত্যজিৎ রায় বাংলা ও বাঙালির গর্ব: সেলিনা হোসেন

ছবি: সংগৃহীত

সত্যজিৎ রায় বাংলা ও বাঙালির গর্ব। তিনি তার অনন্যসাধারণ চলচ্চিত্রগুচ্ছের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রকে নতুন গন্তব্য দান করেছেন।'

প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় কথাগুলো বলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

আজ সকালে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। একক বক্তৃতা রাখেন প্রাবন্ধিক ও গবেষক রাজীব সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার ভৌমিক। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, সত্যজিৎ রায় বাঙালি প্রতিভার অত্যুচ্চ নিদর্শন। বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতিকে বিশ্বমানে উন্নীতকরণের ক্ষেত্রে তার জীবনব্যাপী সাধনা কখনও বিস্মৃত হওয়ার নয়। 

রাজীব সরকার বলেন, সত্যজিৎ রায় নতুন চলচ্চিত্রভাষার নির্মাতা। তিনি পিতামহ ঊপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং পিতা সুকুমার রায়ের ঐতিহ্য বহন করে নিজেই নির্মাণ করেছেন বাঙালি সংস্কৃতির নতুন ঐতিহ্য। বাংলা চলচ্চিত্রকে সত্যজিৎ রায় তার অসাধারণ সৃষ্টিকর্মের মধ্য দিয়ে বিশ্বসভায় সার্থকভাবে উপস্থাপন করেছেন। 

সুব্রত কুমার ভৌমিক বলেন, সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি-নাম। চলচ্চিত্রের সঙ্গে সঙ্গে শিশুসাহিত্যে তাঁর অবদানও অবিস্মরণীয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মাহবুবা রহমান। 

Comments

The Daily Star  | English
Tamim Iqbal

Tamim announces retirement from international cricket, again

Bangladesh's star opener Tamim Iqbal announced his retirement from international cricket through a post from his official Facebook page today.

3h ago