খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনার অংশ: তথ্যমন্ত্রী

হাছান মাহমুদ
আজ রোববার সচিবালয়ে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটা সব সময় করে আসছে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

বিএনপির অভিযোগ আওয়ামী লীগ নির্বাচন-গণতন্ত্রে বিশ্বাস করে না—এই প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছে। আমরা জনগণের শক্তিতে, জনগণের রায়ে বিশ্বাস করি। বিএনপি বরং নির্বাচনে বিশ্বাস করে না, সেই জন্য তারা নির্বাচন বর্জন করছে। ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন পর্যন্ত বর্জন করেছে। তার মানেটা কী? তারা নির্বাচনে বিশ্বাস করে না। ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছে, প্রতিহত করার চেষ্টা করেছে। ২০১৮ সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে তারা অংশগ্রহণ করেছিল।'

তিনি আরও বলেন, 'বিএনপি একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদেরই সিদ্ধান্তের ব্যাপার। আমি মনে করি, গণমানুষের সংগঠন যদি ক্রমাগতভাবে নির্বাচন বিমুখ থাকে, নির্বাচনে অংশগ্রহণ না করে সেই সংগঠন আর গণমানুষের সংগঠন থাকে না। সেই সংগঠন কর্মী নির্ভর একটি কোটারি স্বার্থ রক্ষার করার সংগঠনে দাঁড়ায়।'

'আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান, বিএনপি তার একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাক। বিএনপি তাদের স্বার্থ রক্ষার জন্য একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাক; সেই কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না বিএনপিকে। এখন বিএনপিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে—সাত সমুদ্র, তেরো নদীর ওপাড়ে বসে থাকা কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে নাকি বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে,' বলেন হাছান মাহমুদ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমার মনে হয়, বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো। কারণ খালেদা জিয়া সুস্থ আছেন। কিছু দিন আগে বিএনপি নেতারা বলছিল যে, খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয় তাহলে তার জীবন শঙ্কা আছে। সেটি বলার মধ্যেই আমরা দেখতে পেলাম খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে চলে যাচ্ছেন এবং বলেছেন যে, তিনি খুব ভালো আছেন।'

'বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও অসুস্থ দেখানো। রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটা সব সময় করে আসছে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago