আইপিএলে স্থায়ী চুক্তি, ক্রিকেটেও আসতে পারে ফুটবল মডেল!
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও কাউন্টি দলের সঙ্গে চুক্তি বাতিল করে পুরো বছরের জন্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তির আলোচনায় আছেন ছয় ইংলিশ ক্রিকেটার। ব্রিটেনের সংবাদমাধ্যম 'দ্য টাইমস' এমন খবর দিয়ে বলছে, মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে জাতীয় দলের বাইরে কেবল একটি লিগে খেলার জন্য চুক্তিভুক্ত হতে পারেন ক্রিকেটাররা। এমনটা বাস্তবায়ন হলে ফুটবলের মতোন মডেল দেখা যেতে পারে ক্রিকেটেও।
ক্রিকেটে সাধারণত খেলোয়াড়রা নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের অধীনে স্থায়ী চুক্তিতে থাকেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান ছাড়পত্র নিয়ে। ফুটবলে যেমন একটি ক্লাবেই সারা বছর খেলেন ফুটবলাররা। জাতীয় দলের গুরুত্বপূর্ণ কমিটমেন্ট থাকলে ক্লাবগুলো খেলোয়াড়দের আন্তর্জাতিক বিরতিতে ছেড়ে দেয়। একই মডেল ক্রিকেটেও নিয়ে আসার চেষ্টা করছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে 'দ্য টাইমস' উল্লেখ করেছে, আপাতত এমন আলোচনায় আছেন ছয় ইংলিশ ক্রিকেটার। যাদের মধ্যে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন এমন তারকাও আছেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারীদের পক্ষে থেকে তাদের কাছে এমন প্রস্তাব গেছে, যে ইসিবি ও কাউন্টি দল বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি দলের স্থায়ী চুক্তিতে তারা আসতে চান কিনা।
গণমাধ্যমটি জানিয়েছেন, খেলোয়াড়দের সংগঠন প্লেয়ার্স ইউনিয়নের সঙ্গেও এই নিয়ে আলোচনা গড়িয়েছে। ঠিক ফুটবলের মডেলের মতো একজন খেলোয়াড়ের কেবল একটি ফ্র্যাঞ্চাইজি/ক্লাব থাকবে। জাতীয় দলের খেলার সময় তাদের ছাড়া হতে পারে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আনুমানিক ৫০ লাখ পাউন্ড বা ৬৬ কোটি টাকার মতোন মোটা অঙ্কের প্রস্তাব গেছে ছয় ক্রিকেটারের কাছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকরা এসব ক্রিকেটারদের তাদের সঙ্গে স্থায়ী চুক্তিতে পেতে মরিয়া।
ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে যেসব ক্রিকেটার আছেন তাদের চুক্তি অঙ্ক ২০ লাখ থেকে ৫০ লাখ পাউন্ড হতে পারে। মডেলটি সফল হলে একইরকম প্রস্তাব যেতে পারে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দিকেও।
Comments