আবাসিক হোটেলের ঘটনা নিয়ে ‘হোটেল রিল্যাক্স’

হোটেল রিল্যাক্স ওয়েব সিরিজের পোস্টার। ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ 'হোটেল রিল্যাক্স'। ৬ পর্বের এই সিরিজটি গত ২৪ এপ্রিল মুক্তি পায়।

সিরিজটি প্রসঙ্গে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, 'সমাজের কয়েক শ্রেণীর মানুষ ঘটনাক্রমে রাজধানীর একটি আবাসিক হোটেলে ওঠে। সেখানে ঘটতে থাকে মজার মজার ঘটনা। মুক্তির দুই দিনের মধ্যে 'হোটেল রিল্যাক্স' দেখে দর্শকরা বলছেন যে ফান কমেডি ধাঁচের গল্পটি তাদের মজা দিয়েছে।'

থ্রিলার সাসপেন্স গল্পের হুড়োহুড়ির মধ্যে পূর্ণ বিনোদন দিচ্ছে হোটেল রিল্যাক্স। 

অমি আরও বলেন, 'সাধ্যের চেয়ে বড় কিছু করতে চেয়েছি। টিমের প্রতিটি সদস্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এ কাজের মাধ্যমে দর্শকদের প্রতিটি দৃশ্যে শতভাগ বিনোদন দিতে চেয়েছি।'

এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, পাভেল, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিয়া প্রমুখ। অতিথি চরিত্রে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

44m ago