রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ, যা বলছে তিতাস

গ্যাস
প্রতীকী ছবি | সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। 

সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। নাখালপাড়া রেলগেট ও শাহীনবাগ এলাকার আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসেন বলে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ পাচ্ছিলাম। তাই এ বিষয়ে খোঁজ নিতে রাত ১১টা ২০ মিনিটের দিকে আমাদের দুটি গাড়িকে খিলগাঁও ও লালবাগ এলাকায় পাঠানো হয়। তবে সেখানে গিয়ে আগুন লাগার কোনো তথ্য পাওয়া যায়নি, বাসিন্দারা জানান যে তারা গ্যাসের গন্ধ পাচ্ছেন।'

তিতাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, 'গ্যাস সঞ্চালন লাইনে প্রেশার বেড়ে যাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে, তবে প্রেশার কমানোর চেষ্টা করা হচ্ছে।'

এদিকে, সোমবার রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, 'ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ।'

পোস্টে তিতাস গ্যাসের একটি হটলাইন নম্বরও দেওয়া হয়েছে। সেটি হলো- ১৬৪৯৬।
 

Comments

The Daily Star  | English

13 former BDR members walk out of jail after 16 years

Family members expressed overwhelming joy at the release, reuniting with their loved ones

31m ago