রূপপুর প্রকল্পে রুশ কর্মীর মরদেহ উদ্ধার

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে প্রকল্পে কর্মরত রাশিয়ান এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম কুন অ্যালেক্সান্ডার (৩১)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রোসেম নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, বুধবার সকালে কুন অ্যালেক্সান্ডার প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে না আসায় পরে তার রুমে গিয়ে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ও প্রকল্পের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়না দন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মরদেহ গতকাল রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago