১৭তম জাপান আন্তর্জাতিক মাঙ্গা অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আবেদনপত্র গ্রহণ শুরু

টোকিওর একটি বইয়ের দোকানে মাঙ্গা কমিকস বিক্রি হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
টোকিওর একটি বইয়ের দোকানে মাঙ্গা কমিকস বিক্রি হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশে জাপানের দূতাবাস '১৭তম জাপান আন্তর্জাতিক মাঙ্গা অ্যাওয়ার্ড' প্রতিযোগিতার জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে।

আজ রোববার দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান মাঙ্গা শিল্পীদের স্বীকৃতি এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। এছাড়াও, এতে অংশ নিয়ে ভবিষ্যতে আরও সৃজনশীল কাজে অংশ নেওয়ার জন্য অনুপ্রেরণা পেতে পারেন শিল্পীরা।

মাঙ্গা হচ্ছে একধরনের জাপানি কমিকস। মাঙ্গার রয়েছে একটি অনন্য চিত্রশৈলী ও গল্প বলার বিশেষ প্রকৃতি, যা একে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দিয়েছে।

প্রতিযোগিতায় সেরা বিজয়ী পাবেন গোল্ড অ্যাওয়ার্ড। বিজয়ী ৩ জনকে সিলভার ও আরও ১১ জনকে ব্রোঞ্জ খেতাব দেওয়া হবে।

বিজয়ীদের পুরষ্কার বিতরণীতে অংশ নেওয়ার জন্য জাপানে আমন্ত্রণ জানানো হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে ন্যুনতম ১৬ পাতার কমিকস পাঠানো যাবে। আগে প্রকাশিত হলেও সমস্যা নেই। তবে আগে একই প্রতিযোগিতায় খেতাবজয়ী কোনো মাঙ্গা জমা দেওয়া যাবে না।

প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত নিয়ম ও অন্যান্য শর্ত বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া আছে।

এ প্রতিযোগিতার আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ৭ জুলাই।

বিজেতাদের নির্বাচনে ২টি ধাপ পূরণ করা হবে। জাপানের মাঙ্গা প্রকাশকদের সংগঠন প্রাথমিক বাছাইয়ের দায়িত্বে থাকবে। পরবর্তীতে ১৭তম আন্তর্জাতিক মাঙ্গা অ্যাওয়ার্ডের নির্বাচন কমিটি চূড়ান্ত বাছাই করবে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

 

Comments

The Daily Star  | English

Fulfilling sky-high expectations Yunus govt’s key challenge

Says ICG report on completion of interim govt’s 100 days in office

3h ago