নিউ মার্কেট বন্ধ ঘোষণা
আগুনের ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিউ মার্কেট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। পাশাপাশি চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে।
আজ শনিবার সকালে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির বরাত দিয়ে মার্কেটের নিরাপত্তা কমান্ডার মো. ভুলু ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টার পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
Comments