ঢাকার ৫৮ বিপণিবিতান আগুনের ঝুঁকিতে: ফায়ার সার্ভিস

অগ্নিকাণ্ডের জন্য অধিক ঝুঁকিপূর্ণের তালিকায় আছে ঢাকার গাউছিয়া মার্কেট। স্টার ফাইল ছবি

বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর ঢাকায় ৫৮টি বিপণিবিতানকে অগ্নিদুর্ঘটনার জন্য ঝুঁকিপূর্ণ বলে তালিকাভুক্ত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। গত ৬ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় বিপণিবিতানগুলো পরিদর্শন করে তালিকাটি তৈরি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে পাঠানো এই তালিকায় থাকা বিপণিবিতানগুলোতে অগ্নি দুর্ঘটনার ঝুঁকির মাত্রা বিবেচনায়—ঝুঁকিপূর্ণ, মাঝারি ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ—ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

তালিকা অনুযায়ী ৫৮টি বিপণিবিতানের মধ্যে ৩৫টি ঝুঁকিপূর্ণ, ১৪টি মাঝারি ঝুঁকিপূর্ণ ও ৯টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

অধিক ঝুঁকিপূর্ণের তালিকায় আছে গাউছিয়া মার্কেট, ফুলবাড়ীয়ার বরিশাল প্লাজা মার্কেট, টিকাটুলির রাজধানী নিউ রাজধানী সুপার মার্কেট, লালবাগের আলাউদ্দিন মার্কেট, চকবাজারের শাকিল আনোয়ার টাওয়ার, শহীদ উল্লাহ মার্কেট, সদরঘাটের শরীফ মার্কেট, মাশা কাটারা ২২ মার্কেট এবং সিদ্দিক বাজারের রোজ নীল তিস্তা মার্কেট।

গত ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেও এই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের সঙ্গে কাজে যোগ দেয় সশস্ত্র বাহিনীও। পানি ছিটানোর কাজে ব্যবহার করা হয় বিমান বাহিনীর হেলিকপ্টার। সব চেষ্টার পরও মার্কেটের বেশিরভাগ দোকানপাট রক্ষা করা সম্ভব হয়নি।

এই ঘটনার রেশ কাটার আগেই গতকাল শনিবার ভোরে ঢাকার অন্যতম বৃহৎ বিপণি বিতান নিউ সুপার মার্কেটে আগুন লাগে।

দুই ঘটনাতেই কোনো প্রাণহানি না হলেও বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ এখনো সুনির্দিষ্টভাবে জানাতে না পারলেও এর পেছনে সম্ভাব্য নাশকতার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

এর মধ্যে বঙ্গবাজারে ৩৮৪৫টি দোকান পুড়ে ৩০৩ কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তদন্ত কমিটি। এই অগ্নিকাণ্ডে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর নিউ সুপার মার্কেটে পুড়েছে কয়েকশ দোকান।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago