‘আগুনে পুড়েছে দোকান, সান্ত্বনা দেবো কীভাবে’

আগুনে দোকানের মালামাল হারিয়ে দিশেহারা তারা
সুলতান ফ্যাশনের মালিক আমেনা বেগম। ছবি: স্টার

ভোরে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন রাজধানীর নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরা। আগুনে দোকানের মালামাল হারিয়ে দিশেহারা তারা।

মার্কেটের দুটি দোকানের মালিক রাজ দ্য ডেইলি স্টারকে বলেন, ভোররাত ৩টার দিকে মার্কেট থেকে বের হয়েছি। গত কয়েকদিন ধরে বিক্রি করে যে টাকা এসেছে তা দোকানেই ছিল। ১২ লাখ টাকার মালামালও ছিল দোকানে। কিছুই আর বাকি নেই।'

বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

মার্কেটের দ্বিতীয় তলায় সুলতান ফ্যাশনের মালিক আমেনা বেগম আগুনের খবর শুনে ছুটে আসেন।

'একদিন আগে কালীগঞ্জ ও মিরপুর থেকে ১০ লাখ টাকার মালামাল তোলা হয়েছে দোকানে। কিছুই আর থাকল না। আমার ছেলে কাঁদছে। তাকে সান্ত্বনা দেবো কীভাবে?' চোখ মুছতে মুছতে বলছিলেন আমেনা।

মার্কেটের দ্বিতীয় তলাতে আরেক দোকানের মালিক অমিত বলেন, বিক্রির জন্য আট লাখ টাকার পণ্য কিনেছিলেন।

'বিক্রির শেষ দিনের টাকা আর মালামাল দোকানে ছিল। আগুনে সব কিছু পুড়ে গেছে।'

প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। তবে আগুন পুরোপুরি নেভেনি বলে জানানো হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২ কর্মী ও এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Comments