কারাবন্দি হেফাজত নেতাদের মুক্তির সুপারিশ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

কারাবন্দি হেফাজত নেতাদের মুক্তির জন্য সুপারিশ করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম বিস্তারে কাজ করছে হেফাজত। এ দেশের ৯০ ভাগ মুসলমান। হেফাজতের কার্যকলাপ ইসলাম প্রচারে সহায়তা করছে, এজন্য আমরা তাদেরকে স্বাগত জানাই।

তিনি বলেন, হেফাজতের পক্ষ থেকে আমাদেরকে কারাবন্দি নেতাদের একটি তালিকা দেওয়া হয়েছে। তালিকার অনুযায়ী আমরা তাদের মুক্তির জন্য সুপারিশ করছি। অধিকাংশ নেতাকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। হেফাজতের সঙ্গে সরকারের সম্পর্ক কেমন জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সঙ্গে কারো বৈরি সম্পর্ক নেই।

নির্বাচনকে সামনে রেখে এই সফর কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই। আমি এখানে এসেছি কবর জিয়ারত করার জন্য।

তিনি বলেন, সরকার কোনো নুরানি মাদ্রাসা বন্ধ করেনি, ভবিষ্যতেও করবে না। এই সরকার মাদ্রাসার শিক্ষাকে যুগোপযোগী করতে তুলতে কাজ করছে। কওমি মাদ্রাসা একটি বোর্ডের আওতায় পরিচালিত হয়। সরকার এতে হস্তক্ষেপ করে না।

এর আগে মঙ্গলবার কারাবন্দি হেফাজত নেতাদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দেন সংগঠনটির আমির মুহিবুল্লাহ বাবুনগরী। এর পরই স্বরাষ্ট্রমন্ত্রী হাটহাজারী মাদ্রাসা সফর করলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদের উত্থানের পর সবাই বলেছিল কওমি মাদ্রাসা থেকে জঙ্গিরা আসে, কিন্তু আমরা বলেছিলাম, কওমি মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেওয়া হয়, এখান থেকে কোনোদিন জঙ্গি উত্থান হয় না।

জঙ্গিবাদ ঠেকাতে আলেম, মসজিদের ইমামসহ ধর্মীয় নেতারা সরকারকে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Army chief meets Khaleda Zia

Chief of Army Staff General Waker-uz-Zaman met BNP Chairperson Khaleda Zia tonight

2h ago