দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

গরম বৃদ্ধির পাশাপাশি দেশে বিদ্যুৎ উৎপাদনও বাড়ছে। আগের সব রেকর্ড ভেঙে মঙ্গলবার সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরদিন বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সর্বোচ্চ উৎপাদন হয় ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট।

এর আগের রেকর্ড ছিল গত বছরের ১৬ এপ্রিল, ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

পিডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ বছর তুলনামূলক বেশি গরম থাকায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ বছর গ্রীষ্মে রমজান ও সেচ মৌসুমকে কেন্দ্র করে পিডিবির প্রাক্কলিত চাহিদা ১৬ হাজার মেগাওয়াট বা তার চেয়েও বেশি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করেছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Comments

The Daily Star  | English

Elections entirely Bangladesh's internal matter: Shafiqul

'Wounds caused by crimes against humanity perpetrated by AL still fresh,' says CA's press secretary

1h ago