আদানির দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ আসবে শিগগির

আহমেদাবাদে আদানি গ্রুপের কার্যালয়ের বাইরে প্রতিষ্ঠানটির লোগো দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আহমেদাবাদে আদানি গ্রুপের কার্যালয়ের বাইরে প্রতিষ্ঠানটির লোগো দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডের গোড্ডার প্রথম ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর ভারতের আদানি পাওয়ার লিমিটেড জানিয়েছে, তারা শিগগির তাদের দ্বিতীয় ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে।

গতকাল রোববার এক বিবৃতিতে জানানো হয়, আদানি গ্রুপের আদানি পাওয়ার লিমিটেড (এপিএল) গোড্ডায় প্রথম ৮০০ মেগাওয়াট আল্ট্রা-সুপারক্রিটিক্যাল থার্মাল পাওয়ার জেনারেশন ইউনিট চালু করেছে এবং বাংলাদেশে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।

এতে বলা হয়েছে, গোড্ডা থেকে সরবরাহ করা বিদ্যুৎ 'তরলীকৃত জ্বালানি থেকে উত্পাদিত ব্যয়বহুল বিদ্যুতের যে গড় খরচ তা কমিয়ে আনবে।'

বিবৃতিতে আদানি পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এসবি খায়ালিয়া বলেছেন, 'গোড্ডা পাওয়ার প্ল্যান্ট ভারত-বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের এক কৌশলগত সম্পদ।'

এটি দেশের প্রথম বিদ্যুৎকেন্দ্র, যা প্রথম দিন থেকেই শতভাগ ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন (এফজিডি), এসসিআর এবং জিরো ওয়াটার ডিসচার্জে কার্যক্রম শুরু করেছে।

২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গোড্ডায় ২টি ৮০০ মেগাওয়াট আল্ট্রা-সুপারক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্প থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট নিট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ ক্রয়ের জন্য আদানি পাওয়ার ঝাড়খন্ড লিমিটেডের (এপিজেএল) সঙ্গে একটি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) করে।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

12h ago