আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখবে জাতীয় রিভিউ কমিটি

ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ার প্ল্যান্ট। স্টার ফাইল ছবি

ভারতের আদানি পাওয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত ১১টি চুক্তি খতিয়ে দেখবে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠন করা জাতীয় রিভিউ কমিটি।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১১টি বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত সব নথিপত্র তলব করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ (সংশোধিত ২০২১) এর অধীনে সম্পাদিত সব চুক্তি পর্যালোচনার জন্য জাতীয় রিভিউ কমিটির গত ২৮ সেপ্টেম্বরের সভায় ১১টি বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট নথি ও তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে মেঘনাঘাট ৫৮৩ মেগাওয়াট, বাঘাবাড়ি ২০০ মেগাওয়াট, পটুয়াখালী ১০০ মেগাওয়াট, মংলা ১০০ মেগাওয়াট, আশুগঞ্জ ১৫০ মেগাওয়াট, মানিকগঞ্জ ১৬২ মেগাওয়াট, কড্ডা ৩০০ মেগাওয়াট, সুন্দরগঞ্জ ২০০ মেগাওয়াট, লালমনিরহাট ৩০ মেগাওয়াট, সুতিয়াখালী ৫০ মেগাওয়াট ও গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের সব তথ্য-উপাত্ত ও নথি কমিটিকে সরবরাহ করতে বলা হয়েছে, এতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

46m ago