১০ হিন্দি সিনেমা আমদানির অনুমতি, মুক্তির অপেক্ষায় 'পাঠান'

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিতে যাচ্ছে। আগামী বছর ২০২৪ সালে দেশে ৮টি হিন্দি সিনেমা মুক্তি পাবে।

একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে খবরটি নিশ্চিত করেছে। ২-১দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়।

সূত্রগুলো জানায়, গত ১২ ফেব্রুয়ারি চলচ্চিত্রের ১৯টি সহযোগী সংগঠন যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এ সংক্রান্ত চিঠি দিয়েছিলেন তথ্য মন্ত্রণালয়ে। সেই চিঠি বাণিজ্য মন্ত্রানালয় হয়ে তথ্য মন্ত্রাণালয়ে এসেছে। হিন্দি সিনেমা আমদানি বিষয়ে যেসব সমস্যা ছিল তার সমাধান হয়েছে। ফলে এ বছর ১০টি এবং ২০২৪ সালে ৮টি হিন্দি সিনেমা আমদানি করে প্রদর্শন করা যাবে।

এই অনুমতির ফলে বাংলাদেশে শাহরুখ খান অভিনীত 'পাঠান' মুক্তিতে কোনো বাধা থাকছে না। তবে এই হিন্দি সিনেমার বিপরীতে বাংলাদেশি কোন সিনেমা পাঠানো হবে সেটা এখনো ঠিক হয়নি বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Govt to announce recruitment of 22,000 officials today

Senior secretary of the Ministry of Public Administration will provide further details at a press conference around 1:00pm

24m ago