মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ ৬৫ অনিয়মিত অভিবাসী আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের হাতে আটক ২০ বাংলাদেশিসহ ৬৫ জন অভিবাসী। ছবি: সংগৃহীত

বৈধ কাগজপত্র না থাকায় ২০ বাংলাদেশিসহ ৬৫ অনিয়মিত অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে জাল ভিসার স্টিকার তৈরি চক্রের একজন বাংলাদেশি ও একজন ভারতীয় সদস্য রয়েছেন বলে জানানো হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের সেমুনিয়া ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে।
 
গতকাল শুক্রবার রাতে দেশটির অভিবাসন বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ ও ৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের সদস্যদের আটক করা হয়।
 
এর মধ্যে ৪৩ জন ভারতীয়, ২০ জন বাংলাদেশি এবং ২ জন পাকিস্তানি অভিবাসী রয়েছেন। তাদের সবার বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
  
অভিযানের সময় তাদের কাছ থেকে ৪০টি ভারতীয়, ২০টি বাংলাদেশি ও ২টি পাকিস্তানের পাসপোর্টসহ মোট ৬৫টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

পাসপোর্টগুলো জাল পিএলকেএস ওয়ার্ক পারমিট লাগিয়ে বৈধ করার লোভ দেখিয়ে অনিয়মিত অভিবাসীদের কাছ থেকে সংগ্রহ করেছিল দালাল চক্র। প্রত্যেক পাসপোর্টে জাল ভিসা লাগানোর জন্য জন প্রতি ৬ হাজার রিংগিত অগ্রিম নেওয়া হয়েছিল।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চক্রের মূল হোতা ৪৩ বছর বয়ষী একজন ভারতীয়। রাজধানী কুয়ালালামপুরের ব্রিকফিল্ড এলাকায় প্রথমে তার অফিসে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাল ভিসার স্টিকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

ভারতের ওই নাগরিকের স্বীকারোক্তির ভিত্তিতে সেরেমবান রাজ্যে অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য ৩০ বছর বয়সী বাংলাদেশিকে আটক করা হয়।
 
লেখক: মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক

Comments

The Daily Star  | English

Ekushey Boi Mela kicks off

As soon as the clock struck 5:00pm and the gates of Suhrawardy Udyan opened, enthusiastic book lovers poured into the fairgrounds, exploring the vast collection of literary works

55m ago