ডলার জালিয়াত চক্রের প্রধান বেলায়েতসহ গ্রেপ্তার ৪

মিরপুরে ডলার জালিয়াত চক্রের প্রধান বেলায়েত হোসেন, মো. জসিম হাওলাদার, মো. বিরাজ শিকদার ও মো. রাসেল গাজীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ছবি: সংগৃহীত

মিরপুরে ডলার জালিয়াত চক্রের প্রধান বেলায়েত হোসেন ওরফে ডলার বেলায়েত (৪৫) ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন- মো. জসিম হাওলাদার (২৪), মো. বিরাজ শিকদার (৬৫) ও মো. রাসেল গাজী।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'বেলায়েত মূলত ডলার দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ১২টি মামলা আছে। এই চক্রটি প্রথমে একজন ডলার ক্রেতাকে টার্গেট করত। তারপর বাজারদরের চেয়েও কম দামে ডলার দেওয়ার কথা বলে ক্রেতাকে ফাঁদে ফেলত। তারা বান্ডিলের ওপরে ১০০ ডলার নিচে ১০০ ডলার ও মাঝে সব এক ডলারের নোট দিয়ে দিত।'

'নোটগুলো দেখতে অনেকটা একই হওয়ায় প্রথম দেখাতে সহজেই কেউ ধরতে পারে না। আর এই সুযোগেই বেলায়েত ও তার সহযোগীরা পালিয়ে যেত। তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এই প্রতারণা করত,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

10h ago