রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

মার্চে ৪৮৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬৪, আহত ১০৯৭

মার্চ মাসে সারা দেশে ৪৮৬টি সড়ক দুর্ঘটনা ৫৬৪ জন নিহত ও ১ হাজার ৯৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৮ নারী ও ৭৩ শিশু রয়েছে।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার এই পরিসংখ্যান জানায়।

সংগঠনটি জানিয়েছে, রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করেছে।

তারা আরও জানায়, মার্চ মাসে ৬টি নৌ-দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৯টি রেলপথ দুর্ঘটনায় ১৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ৪ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনাগুলোর ৮৫টি (১৭ দশমিক ৪৮ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ২৪২টি (৪৯ দশমিক ৭৯ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৪টি (২১ দশমিক ৩৯ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা, ৩৯টি (৮ দশমিক ০২ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৬টি (৩ দশমিক ২৯ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।

Comments

The Daily Star  | English

World leaders split as ICC issues arrest warrant for Netanyahu

The court also issued warrants for Israel's former defence minister as well as Hamas's military chief Mohammed Deif

1h ago