অস্ট্রেলিয়ায় সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ
নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়ায় সরকারি ডিভাইস থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়েছে।
দেশটির অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেফাস আজ মঙ্গলবার এক বিবৃতিতে টিকটকের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, 'আজ আমি অ্যাটর্নি জেনারেল বিভাগের সচিবকে কমনওয়েলথ বিভাগের ডিভাইসগুলোতে টিকটক অ্যাপ নিষিদ্ধ করার জন্য নিরাপত্তা নীতি কাঠামোর অধীনে একটি বাধ্যতামূলক নির্দেশ জারি করার জন্য অনুমোদন করেছি৷'
টিকটক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জেনারেল ম্যানেজার লি হান্টার বলেছেন, 'আমরা এই সিদ্ধান্তে অত্যন্ত হতাশ।'
তিনি আরও বলেন, 'আমরা আবারও জোর দিচ্ছি যে টিকটক কোনোভাবেই অস্ট্রেলিয়ানদের জন্য নিরাপত্তা ঝুঁকি নয়।'
টিকটক নিয়ে অস্ট্রেলিয়া সরকারের উদ্বেগের প্রধান কারন হচ্ছে, চীন সরকারের জাতীয় আইনের অধীনে ডেটা সংগ্রহ এবং অ্যাক্সেস করার সম্ভাবনার সঙ্গে টিকটক সম্পর্কিত। যা চীনের গোয়েন্দা সংস্থাগুলোকে তথ্য হস্তান্তর করতে বাধ্য করতে পারে।
ভিক্টোরিয়ান প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস নিশ্চিত করেছেন, তিনি তার টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলবেন। তার ১০ লাখের বেশি টিকটক অনুসারী রয়েছে।
তিনি সাংবাদিকদের বলেছেন, তার সরকার জাতীয় নিরাপত্তার বিষয়ে ফেডারেল সরকারের নেতৃত্ব অনুসরণ করবে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড এবং কানাডার মতো অন্যান্য দেশগুলো সরকারি ডিভাইসগুলোতে অনেক আগেই টিকটক ব্যবহার নিষিদ্ধ করেছে।
জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, টিকটক একটি গুরুতর গুপ্তচরবৃত্তির হুমকির প্রতিনিধিত্ব করে। জনসাধারণের সুরক্ষার জন্য বৃহত্তর পদক্ষেপ সরকারের পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments